যারা বলে ভালোবাসা সুন্দর তারা কখনো আসল ভালোবাসা পায়নি আমি ভালোবেসেছিলাম মন দিয়ে জীবন দিয়ে অথচ সে আমাকে ছেড়ে চলে গেছে একবারও পিছন ফিরে তাকায়নি আমি তাকে ভাঙতে দিইনি সে নিজে ভেঙে চলে গেছে আমি চাইনি কিছু আমি শুধু চেয়েছিলাম একজন হোক যে বলবে তুই থাকলে আমি থাকব আজ বুঝি কেউ কারো হয় না সবকিছু সময়ের জন্য হয় প্রয়োজন ফুরালে মানুষ বদলে যায় ভালোবাসা তখন আর কিছু না শুধু মিথ্যে স্বপ্ন হয়ে থাকে।