আমি এমন একটা মানুষ ছিলাম যে ছোট ছোট জিনিসে খুশি হতো কিন্তু আজ আমি সেই মানুষ নই কারণ আমার সরলতা সবাই সুযোগ নিয়ে নষ্ট করে দিয়েছে আমি অনেক কিছু ভুলে যেতে চেয়েছি কিন্তু কিছু স্মৃতি এমনভাবে মনের গভীরে বসে গেছে যে চাইলেও আর সরানো যায় না আমি চেয়েছিলাম কেউ একজন বলুক আমি আছি কিন্তু সবাই শুধু বলেছে থাকব কিন্তু কেউ থাকেনি আমি এখন আর কারো উপর নির্ভর করি না শুধু নিজের কষ্ট নিজেই বইতে শিখে গেছি।