সবাই বলে ভালোবাসলে কষ্ট থাকে কিন্তু কেউ বলে না ভালোবেসে হারিয়ে গেলে আত্মাটা কেমন করে কাঁদে আমি ভালোবাসায় বিশ্বাস হারাইনি আমি শুধু মানুষে বিশ্বাস করতে পারি না কারণ যারা বলেছিল একা হতে দেবে না তারাই একা ফেলে গেছে আজ আমি সেই মানুষ যে নিজের কাঁধে মাথা রেখে নিজেই নিজেকে শান্ত করে এখন আর কেউ দরকার হয় না এখন আর কারো কথায় মন গলে না আমি বুঝে গেছি একা পথ চলাই আসল জীবন।