আমি এমন একটা মানুষ যে একবার ভালোবাসলে পুরো পৃথিবী ভুলে যায় কিন্তু সেই ভালোবাসার মানুষটাই যদি অবহেলা করে তখন মনটা ভেঙে যায় টুকরো টুকরো হয়ে যায় আমি এখন আর আগের মতো সরল নই আমি এখন প্রতিটা হাসির আড়ালে অসংখ্য কান্না লুকিয়ে রাখি কেউ জিজ্ঞেস করলেই বলি ভালো আছি কিন্তু নিজের ভেতরে জানি আমি কতোটা একা আমি চাই না কেউ এসে আমার জীবন বদলিয়ে দিক আমি শুধু চাই কেউ একজন সত্যি করে ভালোবাসুক।