আমি কারো কাছে মূল্যহীন হয়ে পড়েছিলাম অথচ তার জন্য আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম আমি ভাবতাম ভালোবাসা মানে আত্মা দিয়ে ভালোবাসা অথচ বাস্তবে সেটা ছিল শুধু সময় কাটানোর উপায় সে চলে গেছে আর আমি রয়ে গেছি আমার ভাঙা টুকরো নিয়ে আজও আমি নিজেকে জোড়া লাগাতে পারিনি আমি এখনো ভাবি হয়তো কেউ আসবে যে বলবে তুই যেমন তেমনই থাক তুইই যথেষ্ট আমি আর নিখুঁত হতে চাই না আমি শুধু চাই কেউ হোক যে আমার ভাঙাগুলোকে আপন করে নেবে।