বার্ষিক পরীক্ষা শেষে আমার স্কুল তখন বন্ধ। বন্ধুরা মিলে কোথাও বেড়াতে যাবার পরিকল্পনা করছিলাম। কিন্তু কোনো পরিকল্পনাতেই সবাই একমত হতে পারছিলাম না। হঠাৎ একজন বলে উঠলো নৌকা ভ্রমণের কথা। যেহেতু আমরা বন্ধুরা সকলেই শহরে বড় হয়েছি, কখনো নৌকা ভ্রমণের সুযোগ আসেনি তাই আমরা সবাই একবাক্যে নৌকা ভ্রমণে যেতে রাজি হয়ে গেলাম। দিন-তারিখ নির্ধারণ করা হলো। আগামী শুক্রবার আমরা গৌমতী নদীতে নৌকা ভ্রমণে যাব।
যাত্রার পূর্বপ্রস্তুতিঃ
যাত্রার আগের দিন একটি মাঝারি আকারের নৌকা ভাড়া করা হলো। নৌকায় দুজন মাঝি নেওয়া হলো। যাত্রাপথে সাথে নিলাম ক্যামেরা, টেপরেকর্ডার, পানি এবং কিছু শুকনো খাবার বিস্কুট, চানাচুর, চিপস, কলা ইত্যাদি। একটা বড় ফ্ল্যাক্সে চাও নেওয়া হলো।