স্রোতের সাথে নেচে নেচে আমাদের নৌকা কখন যে ঘাটে এসে পড়েছে আমাদের কোনো খেয়াল ছিল না। মাঝিদের ডাকে আমাদের হুঁশ হলো। আমরা পুনরায় দেবীদ্বার ঘাটে এসে নামলাম আর সেখান থেকে যে যার যার বাড়ির দিকে রওয়ানা হলাম। কিন্তু আমাদের সবারই মন পড়ে রইল মাঝ নদীতে। বাসায় পৌঁছাতে রাত প্রায় ১০টা বেজে গিয়েছিলো।
উপসংহারঃ
ভ্রমণের অভিজ্ঞতা সবসময়ই আনন্দের। নদীমাতৃক বাংলাদেশে নৌকা ভ্রমণ বিচিত্র কিছু না হলেও এ ভ্রমণ আমাদের সবার মনেই চির অম্লান হয়ে আছে।