দৃষ্টিনন্দন ও মিষ্টি কণ্ঠের অধিকারী দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। দোয়েলের মতো রূপের বাহার সচারচর অন্য কোনো পাখির মধ্যে দেখা যায় না। বাংলাদেশের প্রকৃতির সাথে মিশে আছে তার শোভা। জাতীয় পাখি হওয়ার সুবাদে এ পাখির সগর্ব বিচরণ রয়েছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যেও। সারা বছরই আমাদের চারপাশে দোয়েল পাখি লক্ষ করা যায়। এরা সাধারণত বাগান বা বাড়ির আঙ্গিনার খোলা জায়গায় ঘাসের উপর চরে বেড়ায়। ছড়ানো-ছিটানো শস্যকণা ও ছোট পোাকা-মাকড় খেয়ে দোয়েল জীবনধারণ করে।
গৃহপালিত পাখিঃ
বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই পাখিপ্রেমী। অনেকেই নিজের বাড়িতে বা বাগানে বিভিন্ন জাতের পাখি পালন করে। যে সব পাখি বাড়িতে পালন করা হয় তাদেরকে বলা হয় গৃহপালিত পাখি। বাংলাদেশে গৃহপালিত পাখির মধ্যে সবার আগে কবুতরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের পাখিপ্রেমীদের অধিকাংশই বাড়িতে কবুতর পালন করে। গৃহপালিত পাখির মধ্যে আরো রয়েছে চড়–ই, পায়রা, বুলবুল, টিয়া, ময়না ইত্যাদি জাতের পাখি।