7 i ·Oversætte
পোষ্য পাখিঃ

বহু পাখি আছে যারা বশ্যতা মেনে নিয়ে মানুষের সাথে বাস করে। এদের মধ্যে অনেকে আবার মানুষের কণ্ঠস্বর নকল করে কথাও বলতে পারে। বিনোদন ও আনন্দ লাভ এবং সেই সাথে সৌন্দর্য বৃদ্ধির জন্য মানুষ এদেরকে পোষে । পোষ্য পাখিগুলো সাধারণত খুব অল্প সময়েই তাদের মনিবের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ও আন্তরিক হয়ে যায়। মনিবকে তারা খুব ভালোভাবে চিনে রাখে। দেখা মাত্রই ডাক বা শিখানো বুলি ব্যবহার করে তারা স্বাগত জানায় তাদের মনিবকে। পাখি পালন ও পোষণের মাধ্যমে বাংলাদেশের মানুষ ও পাখির মধ্যকার ভালোবাসাপূর্ণ একটি সুন্দর সম্পর্কের প্রকাশ পায়। ময়না, টিয়া, চড়–ই, কাকাতোয়া, শ্যামা, ঘুঘু, কবুতর প্রভৃতি বাংলাদেশের উল্লেখযোগ্য পোষমানা পাখি।



হিংস্র পাখিঃ

বাংলাদেশে কিছু প্রজাতির পাখি আছে যারা খুবই সাহসী ও একই সাথে হিংস্র বলে বহুল পরিচিত। এদের মধ্যে শিকারী পাখিদেরকেও অন্তর্ভুক্ত করা যায়। তবে এক্ষেত্রে চিল, বাজ, শকুন ও কাকের নাম সবার আগে চলে আসে। চিল ও বাজ সাধারণত মাংসভোজী পাখি। এরা বিচরণরত মাছ, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা প্রভৃতি শিকার করে এবং এদের মাংস খেয়ে জীবন-যাপন করে। শকুনও মাছ খায়, তবে মরা গরু, ছাগল ইত্যাদি এদের প্রিয় খাবার।
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

5 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।