ভালোবাসা মানে সবসময় পাশে থাকা নয় বরং দূরে থেকেও কারো জন্য প্রার্থনা করা ভালোবাসা মানে শুধুই হাসি আনন্দ নয় বরং কষ্টের মাঝেও একে অপরের হাত না ছাড়া ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন দুইজন মানুষ সব অভিমান ভুলে আবার এক হয়ে যায় হৃদয়ের টান কখনো জোর করে তৈরি করা যায় না এটা মনের গভীর থেকে আসে।