ভালোবাসা কখনো শব্দ দিয়ে বোঝানো যায় না, এটা অনুভবের ব্যাপার, যাকে ভালোবাসা যায় তার জন্য হাজারটা কষ্ট সহ্য করলেও মন তৃপ্তি পায়, কারণ মনের টান যদি সত্যি হয় তাহলে দূরত্বও বাধা হতে পারে না, ভালোবাসা মানে শুধু একসাথে সময় কাটানো নয়, বরং দূরে থেকেও তার মঙ্গলের জন্য ভাবা, ভালোবাসা মানে ঝগড়া নয় বরং ঝগড়ার পর হাত ধরে রাখার নাম, আজকাল সবাই সম্পর্ক চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না, ভালোবাসা টিকে থাকে তখনই যখন দুইজন মিলে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে।