ভালোবাসা মানেই প্রতি মুহূর্তে একে অপরের পাশে থাকা নয়, ভালোবাসা মানে হলো এমন অনুভূতি যা দূর থেকেও হৃদয়ে অনুভব করা যায়, হাজারটা ব্যস্ততার মাঝেও যখন কারো মনের এক কোণে তুমি বাস করো তখনই সেটা সত্যিকারের ভালোবাসা, দিনশেষে যখন নিজের কোনো গল্প কাউকে না বললে শান্তি মেলে না তখন বুঝবে সে মানুষটা শুধু প্রিয় নয়, সে তোমার মনের সবচেয়ে কাছের মানুষ, যার জন্য সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকা যায়।