যে মানুষটা তোমার হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টটা বুঝে নিতে পারে সেই মানুষটা কখনো তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া উচিত না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জীবনে এমন মানুষকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, সত্যিকারের সম্পর্ক তৈরি হয় ধীরে ধীরে, সময় নিয়ে, ভুল বোঝাবুঝি আর ঝগড়ার পরও যদি কেউ ফিরে আসে তবে ধরে নিও সে তোমার আপন, আজকাল সবাই সম্পর্ক চায় কিন্তু দায় নিতে চায় না, তাই টিকিয়ে রাখতে হলে দুজনের চেষ্টা লাগবেই।