সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন যাকে তুমি তোমার সবচেয়ে আপন মনে করো সেই মানুষটাই তোমার অবহেলার কারণ হয়ে দাঁড়ায়, একসময় যার একটুখানি খোঁজে তুমি স্বস্তি পেতে সে একদিন এমনভাবে দূরে সরে যায় যেন কখনো চেনেই না, ভালোবাসা কখনো চেহারার সঙ্গে টিকে থাকে না, সেটা মনের গভীরতা আর আন্তরিকতার ওপর দাঁড়িয়ে থাকে, ভালোবাসা মানে শুধু বলা নয় বরং প্রতিদিন প্রমাণ করা, আমি আজও আছি, যেভাবেই হোক আমি তোমার।
Suka
Komentar
Membagikan