ভালোবাসা মানে রাত জেগে প্রিয় মানুষটার অপেক্ষা করা নয় বরং তার ঘুম ঠিকঠাক হচ্ছে কি না তা ভেবে চিন্তা করা, আজকাল সবাই চায় কেউ তাকে ভালোবাসুক কিন্তু কেউ ভালোবাসতে চায় না, সবাই চায় সময় দিক কিন্তু নিজেরা ব্যস্ত থাকতে চায়, ভালোবাসা টিকে থাকে তখনই যখন দুইজন মানুষ সময়ের সঙ্গে সঙ্গে পরস্পরের দিকে এগিয়ে যায়, ভুল হলে ক্ষমা করে, অভিমান হলে কাছে এসে বোঝে, ভালোবাসা মানে যতই ঝড় আসুক হাতটা ছাড়বে না।।।
お気に入り
コメント
シェア