22 w ·Tradurre

তুমি যদি কাউকে নিজের জীবন বলে মনে করো তবে তার জন্য তোমার ত্যাগ সীমাহীন হয়, তার হাসিতে তোমার শান্তি, তার কান্নায় তোমার কষ্ট, কিন্তু সবাই এমন করে না, অনেকেই ভালোবাসার ভান করে নিজের প্রয়োজন মিটিয়ে চলে যায়, আর আমরা সেই মিথ্যে ভালোবাসাকে সত্যি ভেবে জীবনটা উজাড় করে দেই, তারপর একদিন যখন সে চলে যায় তখন ভাঙা হৃদয় নিয়ে বোঝা যায় আসলে ভালোবাসা তো ছিল একতরফা, ভালোবাসা একপাক্ষিক হলে তা শুধু কষ্টের গল্প হয়।