সবাই বলে সময় সব ভুলিয়ে দেয় কিন্তু কিছু কিছু অনুভব থাকে যা সময় কখনোই মুছে ফেলতে পারে না, একটা গান একটা ছবি একটা স্থান বারবার মনে করিয়ে দেয় তার কথা, যে একসময় ছিল আর এখন শুধু স্মৃতিতে রয়ে গেছে, এমন কিছু সম্পর্ক থাকে যাদের নাম বলা যায় না, অবস্থান বোঝানো যায় না, তবুও মনে তাদের জন্য একটুখানি কোণা সবসময় খালি থাকে, কেউ বুঝুক বা না বুঝুক হৃদয়ের সেই স্থায়ী বাসিন্দা হয়ে যায় চিরদিনের জন্য।
כמו
תגובה
לַחֲלוֹק