মানুষ তখনই বদলায় যখন তার প্রিয় কেউ তাকে বদলে যেতে বাধ্য করে আর না হয় বাস্তবতা যখন মুখে চপেটাঘাত করে তখন মানুষ নিজের ভিতরের আবেগকে গোপন করে রাখতে শিখে যায় আমরা ভাবি সময় সব কিছু বদলে দেবে কিন্তু অনেক সময় সময় নিজেও ক্লান্ত হয়ে যায় আমাদের দুঃখ বয়ে নিয়ে তাই বলি কারো উপর ভরসা করে নিজের মন ভেঙে দিও না নিজের মতো করে বাঁচো কারন শেষে তোমার পাশে থাকবে শুধু তুমি আর তোমার ছায়া।