কখনো কখনো এমন কিছু মানুষকে মনে পড়ে যাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তবুও তারা মন থেকে একটুও মুছে যায় না স্মৃতির খাতায় তাদের নামটা ঠিক আগের মতোই জ্বলজ্বল করে তারা যেন আমাদের জীবনের এমন এক অধ্যায় যেটা শেষ হলেও পাতাগুলো এখনো খুলে পড়ে আমরা প্রতিনিয়ত তাদের ভুলতে চাই কিন্তু মনের কোনায় জমে থাকা ভালোবাসা আর অনুভব কিছুতেই মুছে যেতে দেয় না সেই মানুষটা আমাদের না হয়েও খুব আপন হয়ে থাকে।