ভালো থাকার অভিনয়টা এখন এতটাই অভ্যাস হয়ে গেছে যে কেউ বুঝতেই পারে না ভেতরে কতটা ঝড় বয়ে যাচ্ছে সকলে ভাবে হাসিমুখ মানেই সুখী কিন্তু তারা বোঝে না এই হাসির আড়ালে লুকিয়ে আছে কত না বলা গল্প কত অপ্রকাশিত কষ্ট আর কত অভিমান আমরা সবার সামনে হাসতে শিখে গেছি কারণ কাঁদলেও কেউ পাশে এসে বসবে না বরং প্রশ্ন করবে এত আবেগী হওয়ার কি দরকার তাই আমরা চুপচাপ ভেঙে পড়ি কেউ না জানিয়ে ।