সবাই বলে নিজেকে ভালোবাসতে শিখো কিন্তু কেউ বলে না কিভাবে ভালোবাসা শিখব যখন প্রতিদিন নিজের ভেতরের কষ্টকে গিলে ফেলতে হয় যখন নিজের চোখের জল লুকিয়ে রাখতে হয় তখন কি করে নিজেকে ভালোবাসব পৃথিবীতে এমন কেউ থাকে না যে সবসময় বুঝবে এমন কেউ থাকে না যে বিনা স্বার্থে ভালোবাসবে তাই আমরা নিজেই নিজের সাথী হয়ে যাই কষ্ট পেলে নিজেই নিজেকে সান্ত্বনা দিই আর হাসিমুখে সবাইকে বলি আমি খুব ভালো আছি।