একসময় মনে হতো, মানুষ শুধু ভালোবাসলেই জীবন সুন্দর হয়, কিন্তু সময় বুঝিয়ে দিয়েছে ভালোবাসার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সম্মান, বোঝাপড়া আর বিশ্বাস যাকে তুমি যতটা গুরুত্ব দাও, সে যদি তোমার গুরুত্ব না বোঝে তাহলে সেখানে ভালোবাসা যত গভীর হোক, একটা সময় পরে সেটাও বোঝা হয়ে দাঁড়ায় ভালোবাসা যদি একতরফা হয়, তাহলে সেটা শুধু কষ্টেরই নামান্তর সময়ের সাথে মানুষ বদলায় না, মুখোশ খোলে।