অনেক সময় এমন হয়, তুমি যার জন্য সবকিছু ত্যাগ করো, সেই মানুষটাই তোমার কদর করতে জানে না তারা ধরে নেয়, তুমি সব সময় থাকবেই কিন্তু একদিন তুমি চলে গেলে তারা বোঝে তুমি কি ছিলে জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো তখনই আসে, যখন নিজের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ লাগে নিজের জায়গায় নিজেকে হারিয়ে ফেলো, শুধু অন্যের জন্য বেঁচে থেকে একদিন তুমি উপলব্ধি করবে, ভালোবাসা মানেই আত্মত্যাগ নয়...