ভালো থাকো—এই কথাটা বলা যত সহজ, বাস্তবে সেটা পালন করা তত কঠিন মানুষ মুখে বলে ভালো থেকো, কিন্তু মনে চায় তুমি ভেঙে পড়ো যারা একসময় খুব আপন ছিল, তারা একসময় এমনভাবে দূরে সরে যায় যেন কোনোদিন চেনা ছিল না পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর ব্যথা হলো নিজের প্রিয় মানুষটার বদলে যাওয়া সময়ের সাথে সম্পর্ক বদলায়, বদলে যায় অনুভব, আর থেকে যায় শুধু স্মৃতি..।