মনটা যখন কষ্টে থাকে তখন কোনো শব্দ প্রয়োজন হয় না, চোখই সব বলে দেয় হাসিমুখের পেছনে লুকিয়ে থাকে হাজারটা না বলা কথা মানুষ ভাবে, তুমি ঠিক আছো কারণ তুমি কাঁদো না কিন্তু তোমার ভিতরে প্রতিদিন একটা যুদ্ধ চলে নিজেকে ধরে রাখা আর ভেঙে পড়ার মাঝে কেউ বোঝে না, এমন হাসিমুখের আড়ালে কত কষ্ট জমে থাকে কারো জন্য নিজেকে হারিয়ে ফেলাটা কোনো বীরত্ব নয়, সেটা বোকামি...।