প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছি আগের মতো আর কিছুই ভালো লাগে না মানুষও না, গল্পও না এমনকি নিজেকেও মাঝে মাঝে নিজের সঙ্গে কথা বলতেও ভয় লাগে মনে হয় ভেতরের মানুষটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে যার কাছ থেকে সবচেয়ে বেশি আশা করো সে-ই সবচেয়ে বেশি কষ্ট দেয় কখনো কখনো কারো ভালোবাসা না পাওয়াই ভালো কারণ ভালোবেসে যখন অবহেলা মেলে সেটা কোনো মৃত্যু থেকে কম নয়.-০