আবেগ নামের জিনিসটা খুব খারাপ যত বেশি দেখাবে তত বেশি কষ্ট পাবে মানুষ এখন ভালোবাসা বোঝে না শুধু চায় সঙ্গ আর সুবিধা সম্পর্কের নামে চলছে একে অপরকে ব্যবহার করার খেলা ভালোবাসা এখন শুধুই কথায় কাজের জায়গায় এসে সবার মুখোশ পড়ে যায় তুমি যদি একবার বোঝাও যে তুমি ছাড়া তার চলে না তাহলে সে-ই একদিন তোমাকে ছাড়াই চলে যাবে সময়ের সঙ্গে অনেক কিছু শেখা যায় তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো—নিজেকে ভালোবাসা :"