যারা তোমার কষ্টের কথা জেনে শুনেও কিছু বলে না তারা কখনোই তোমার আপন ছিল না আজকের ব্যস্ত মানুষগুলো একসময় তোমাকে খুঁজবে যখন তুমি আর কারো হয়ে থাকবে না ভালোবাসা চাইলে পাওয়া যায় না সেটা হয় উপহার নয় অভিশাপ কাউকে বেশি গুরুত্ব দিলে একসময় নিজেকেই অবহেলিত মনে হয় এই জীবন এক অদ্ভুত খেলা যেখানে যে বেশি ভালোবাসে সে-ই হেরে যায় আর যে মুখোশ পরে থাকে সে-ই জিতে যায়...