প্রতিদিন একটু একটু করে ভাঙতে ভাঙতে একসময় এমন হয় যে ভাঙা নিজেকেই ভালো লেগে যায় তখন আর জোড়া লাগার ইচ্ছেটাও হারিয়ে যায় কিছু কষ্ট আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু নিজের ভেতরে পুষে রাখতে হয় হাসির আড়ালে চোখ লুকিয়ে রাখতে হয় মানুষ ভাবে তুমি সুখে আছো কারণ তুমি কাঁদো না অথচ ভিতরে প্রতিদিন একটা যুদ্ধ চলে নিজেকে হারানো আর ধরে রাখার মাঝে,