তুমি যতই কষ্ট পাও না কেন কাউকে সেটা বুঝতে দিও না কারণ এই পৃথিবীতে কষ্টের গল্প কেউ শোনে না সবাই শুধু হাসি দেখতে চায় তোমার কান্না কেউ না কেউ হাসিতে পরিণত করে ফেলবে সময়ের সাথে মানুষ বদলায় না কিন্তু মুখোশ খুলে পড়ে যার কারণে একদিন তুমি নিজেকে ভুলে গিয়েছিলে সেই মানুষটাই একদিন তোমাকে চিনতেই পারবে না তাই এখন থেকেই নিজেকে ভালোবাসো অন্য কারো জন্য নিজের মূল্য কমিও না.