একটা সময় ছিল যখন ছোট ছোট বিষয়ের জন্যও মন খারাপ হতো আর এখন বড় বড় কষ্টগুলো নিয়েও চুপ থাকি কারণ এখন জানি কষ্টের কথা বললে কেউ বোঝে না বরং হাসে মানুষের মুখোশ এত নিখুঁত হয়ে গেছে যে ভেতরের আসল মানুষটাকে চেনাই যায় না যে মানুষটা একসময় তোমার চোখে জল দেখলে পাশে বসতো সেই এখন তোমার কান্না দেখেও মুখ ফিরিয়ে নেয় ভালোবাসা ছিল আগে এখন শুধু অভ্যাস....