জীবন মানে শুধু হাসি আর আনন্দ নয় বরং প্রতিটি মানুষের ভেতরে লুকানো থাকে হাজারটা না বলা কষ্ট কিছু সম্পর্ক থাকে যা সবকিছু থাকা সত্ত্বেও কখনো পূর্ণতা পায় না কিছু মানুষ থাকে যারা কাছের হয়েও দূরের থাকে কারণ ভাগ্য তাদের একসাথে থাকার সুযোগ দেয় না আমরা যতই শক্ত হই না কেন কিছু মুহূর্ত কিছু স্মৃতি আমাদের ভেতরটা ভেঙে দেয় মুখে আমরা বলি ভালো আছি অথচ মনটা বলে কেউ কি বুঝতে পারছে না আমি ঠিক নেই সত্যিকারের ভালোবাসা কখনো মুছে যায় না শুধু হারিয়ে যায় সময়ের গভীরে।