অনেক সময় এমন কিছু মানুষ আসে জীবনে যাদের জন্য আমরা নিজের সবকিছু বদলে ফেলি কিন্তু তারা চলে যায় একটুও না ভেবে আমরা তখন ভাবি ভুলটা কোথায় হয়েছিল নিজের মধ্যে দোষ খুঁজি অথচ সত্যি কথা হলো আমরা হয়তো তাদের জীবনের জন্য অনেক বেশি ভালো ছিলাম তাই তারা আমাদের ধরে রাখতে পারেনি ভালোবাসার অর্থ শুধু বলা নয় বরং বুঝে নেওয়া যে মানুষটা চুপ করে থেকেও তোমার জন্য ভাবছে তাকে কখনো অবহেলা কোরো না কারণ একটা সময় সেই মানুষটাই হয়তো আর কখনো তোমার পাশে থাকবে না।