যে মানুষটা চোখে চোখ রেখে তোমার সব দুঃখ শুনতে পারত সেই মানুষটাই যদি একদিন তোমার অচেনা হয়ে যায় তখন বুঝবে সময় কতটা বদলে দেয় অনুভব কখনো কখনো শব্দ ছাড়াও প্রকাশ পায় কিন্তু যখন সেই অনুভব কেউ বুঝতে চায় না তখন তা নিঃশব্দে হারিয়ে যায় মানুষের ভেতরকার কষ্ট কেউ দেখতে পায় না শুধু অনুভব করে নিজের মতো করে হয়তো কেউ আর কখনো সেই আগের মতো হয়ে উঠবে না কিন্তু কিছু কিছু সম্পর্ক আজীবন মনের মধ্যে রয়ে যায় শুধুই স্মৃতি হয়ে।