কখনো কখনো এমন কিছু মানুষ আমাদের জীবনে আসে যাদের জন্য নিজের সবকিছু দিয়ে দিতে মন চায় অথচ তারা থাকে খুব দূরে হৃদয়ের খুব কাছের হয়েও হাতের নাগালের বাইরে তখন বোঝা যায় ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় বরং দূর থেকেও কারো জন্য কষ্ট পাওয়া ভালোবাসা মানে তার খুশিতেই নিজের সুখ খুঁজে নেওয়া হয়তো সে কখনো জানবেও না কতোটা ভালোবাসি কিন্তু তবুও প্রতিটা নিঃশ্বাসে সে থেকে যায় প্রতিটা রাত তার ভাবনায় কেটে যায় আর মন চুপিচুপি তার অপেক্ষায় থাকে।