সবচেয়ে কষ্টের জায়গা হলো যখন কাউকে নিজের জীবনের অমূল্য অংশ বানিয়ে ফেলি অথচ তার কাছে আমরা থাকি শুধুই একটা নামহীন সম্পর্কের মতো তখন হাজারটা শব্দ থাকলেও কিছু বলার থাকে না হাজারটা অনুভূতি থাকলেও প্রকাশ করার মতো সাহস থাকে না মানুষ চাইলেই তো ভুলে যেতে পারে না যাকে সত্যি করে ভালোবেসেছে একবার ভালোবাসা মানেই সবকিছু দিয়ে দেওয়া কিন্তু সেই মানুষটা যদি বুঝতে না পারে তবে ভালোবাসাও হয়ে যায় একটা বোঝা তখন বেঁচে থাকাটা হয়ে ওঠে শুধুই অভ্যাস