জীবনে এমন একটা সময় আসে যখন আমরা কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে শিখি তার হাসি তার কষ্ট সবকিছু নিজের মতো অনুভব করি অথচ সেই মানুষটাই হয়তো একদিন চলে যায় কিছু না বলেই তখন চারপাশে সব কিছু থেকেও মনটা একেবারে শুন্য হয়ে যায় আমরা তখন বুঝি ভালোবাসা মানেই শুধু পাওয়া নয় বরং ত্যাগ করেও সুখ খুঁজে নেওয়া কিছু মানুষ হারিয়ে গিয়ে আরো বেশি কাছের হয়ে যায় কিছু স্মৃতি হাজার চেষ্টা করেও ভোলা যায় না শুধু মনে হয় যদি আবার একটু সময় পেতাম।।।