সব সম্পর্কের নাম হয় না কিছু সম্পর্ক থাকে যেটা শুধু অনুভব করা যায় অথচ প্রকাশ করা যায় না এমন এক ধরনের টান যেটা মনের গভীরে গাঁথা থাকে অথচ কাউকে বলা যায় না এক সময় আমরা নিজেদের আবেগকে দমন করতে করতে এতটাই ক্লান্ত হয়ে যাই যে হাসি মুখেও লুকিয়ে রাখি হাজারটা কান্না কিছু অনুভূতি কখনো কখনো কারো অজান্তেই মুছে যায় কিছু মানুষ চলে যাওয়ার পরও থেকে যায় স্মৃতির পাতায় আর সেই স্মৃতির গন্ধেই আমরা বেঁচে থাকি বারে বারে ।