তাকে যতই ভুলে যেতে চেয়েছি ততবারই সে ফিরে এসেছে মনে কোনো এক নিঃশব্দ মুহূর্তে হয়তো একটা গান একটা পুরোনো জায়গা কিংবা হঠাৎ দেখা কোনো চেনা মুখ তাকে আবার মনে করিয়ে দেয় ভালোবাসা এমনই কিছু অনুভূতি যেটা কখনো একবারে মুছে ফেলা যায় না যত দূরেই থাকুক কিছু অনুভব কখনো বদলায় না আমরা যতই সময়ের সাথে এগিয়ে যাই কিছু মানুষ মনের কোণায় ঠিক আগের মতোই থেকে যায় একটুও না বদলে শুধু বাস্তবতায় তাদের জায়গা বদলে যায়। ।