যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে-ই যদি একদিন তোমার চোখের সামনে বদলে যায় তখন হৃদয়ের ভাঙন আর শব্দে বোঝানো যায় না কষ্টটা এমন হয় যেন নিজের একটা অংশ চিরতরে হারিয়ে ফেলেছো কিছু সম্পর্ক এমন হয় যেগুলোতে থাকা যায় না আবার ছেড়েও দেওয়া যায় না তখন জীবনটা হয়ে যায় এক অনির্দিষ্ট অপেক্ষা কেউ আসে না তবু মন চায় কেউ এসে বলুক আমি আছি মনটা যতই শক্ত হোক মাঝে মাঝে একটুখানি স্নেহ আর বোঝার অভাবেই পুরোটা ভেঙে পড়ে ।