সবাই ভাবে যারা সবসময় হাসে তারা বুঝি সবকিছুতে সুখী কিন্তু কেউ জানে না সেই হাসির আড়ালে কতটা কষ্ট জমে আছে প্রতিটা রাত কেমন নিঃশব্দে কেটে যায় মনে হাজারটা প্রশ্ন ঘুরে বেড়ায় কিন্তু উত্তর মেলে না এমন কত মানুষ আছে যাদের আমরা হারিয়েও হারাতে পারি না মনে হয় যদি আরেকটু সময় পেতাম যদি একটুখানি বোঝার সুযোগ পেত সে হয়তো ফিরে আসত কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না মানুষ বদলে যায় মুহূর্তেই আর আমরা থেকে যাই একা...।