কিছু কিছু ভালোবাসা এমন হয় যা কাউকে বলা যায় না শুধু চুপ করে ভালোবাসতে হয় এমন এক অনুভূতি যেটা একতরফা হয় কিন্তু সৎ হয় হয়তো সে জানে না কেউ তার জন্য প্রতিদিন প্রার্থনা করে তার খুশিতে নিজের খুশি খোঁজে তার একটুখানি মনযোগ পেলে পুরো দিন ভালো কেটে যায় আর না পেলে মন খারাপ হয়ে যায় কেউ বুঝতে পারে না কেন হঠাৎ চুপচাপ হয়ে যাই কেন একা একা কষ্টে ভরে যাই কারণ আমাদের ভালোবাসার মানুষটা হয়তো খুব কাছে থেকেও অনেক দূরে...।