কখনো কখনো আমরা এমন কিছু মানুষের ভালোবাসা চাই যাদের কাছে আমাদের মূল্য নেই, যাদের হৃদয়ে আমাদের জন্য কোনো জায়গা নেই, তবুও আমরা অপেক্ষায় থাকি, আশা করি একদিন তারা বুঝবে, একদিন তারা ফিরে আসবে, অথচ সময় বয়ে যায়, মানুষ বদলে যায়, কিন্তু কিছু অনুভূতি ঠিক আগের মতোই থেকে যায়, চুপচাপ ভালোবেসে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকে না, একসময় বুঝতে পারি ভালোবাসা জোর করে পাওয়া যায় না, সেটা উপহার হিসেবে আসতে হয়, আর যদি না আসে, তবে নিজেকে ভালোবেসে চলতে হয়।