কিছু ভালোবাসা থাকে শুধু মনের ভেতরে, মুখে বললেই যেন তার মান কমে যায় অনুভব করলেই বোঝা যায় কতটা গভীর ছিল সেই অনুভব কিন্তু মানুষ কখনোই বোঝে না মুখে বলা না হলে ভালোবাসা আজকাল প্রমাণ চায় চোখের জলেও যেন কাউকে বোঝানো যায় না ভালোবাসা মানে কষ্ট হজম করে চুপচাপ থাকাও হতে পারে কিন্তু সেই নীরব ভালোবাসার দাম এখন কেউ দিতে চায় না সবকিছুতেই এখন হিসাব চায়, প্রমাণ চায় আর সেই প্রমাণ দিতে না পারলেই তুমি অপূর্ণ থেকে যাও।