কখনো কখনো এমন কিছু মানুষকে ভালোবাসি যারা কোনোদিন আমাদের হবে না তারা হয়তো কারো হয়ে গেছে বা কাউকে নিয়ে ব্যস্ত আর আমরা শুধু দূর থেকে তাকিয়ে থাকি, প্রতিদিন একটু একটু করে মনটাকে বোঝাই কিন্তু যতই বোঝাই না কেন, তারা চোখের সামনে আসলেই বুকটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে এই যন্ত্রণাটাকে কিভাবে বোঝাই, যাকে চাওয়াটাই ছিল ভুল