আমি অপেক্ষা করেছিলাম, হয়তো সে ফিরবে, একদিন বুঝবে আমার অনুভব কিন্তু সে ফিরেনি, বরং এমনভাবে দূরে চলে গেল যেন আমি কোনোদিন ছিলামই না সম্পর্কের এই শেষটুকুই সবচেয়ে কষ্টের— তুমি যার জন্য নিজের সবটা দিয়েছো, সে তোমাকে এক বিন্দু জায়গাও রাখেনি মনে অথচ প্রতিটা রাত, প্রতিটা কান্না এখনো তাকেই নিয়ে আমি ভুলতে চাই, পারি না; মন চায় না।