কখনো কখনো ভীষণ একা লাগে, এমনকি নিজেকেই অপরিচিত মনে হয় কেউ যেন ভিতর থেকে হারিয়ে গেছে অথচ বাহিরটা ঠিকই হাসছে, স্বাভাবিক আচরণ করছে এই ভাঙা ভিতরটাকে কেউ দেখে না, বোঝেও না কারণ সবাই ব্যস্ত নিজের জীবনে, কারো সময় নেই অন্যের মন খারাপের গল্প শুনতে কেউ জানেও না কত রাত আমি চুপচাপ চোখের জল ফেলেছি, শুধু এই ভেবে— কেন সবকিছু এত কঠিন হয়ে গেল।