ভালোবাসা এখন আর অনুভবের বিষয় না, বরং একটা হিসেবি খেলায় পরিণত হয়েছে যে যতটা দেয়, ততটাই পায় আর আমি যেহেতু নিঃস্বভাবে সবটুকু দিয়ে ফেলেছিলাম, তাই আমার প্রাপ্তির খাতাটা এখন শূন্য কিছু সম্পর্কের গল্প যেন একতরফা যুদ্ধ, যেখানে একপক্ষ ভালোবাসে আর অন্যপক্ষ অবহেলা করে কেউ বোঝে না সেই একতরফা ভালোবাসার কষ্ট কতটা বিষাক্ত হয়ে ধরা দেয় প্রতিটি নিঃশ্বাসে।