আবার শুরু করতে ইচ্ছে করে, ঠিক সেই জায়গা থেকে যেখানে আমরা শেষ করেছিলাম কিন্তু তুমি তো এখন নতুন কারো গল্পে ব্যস্ত আর আমি এখনো পড়ে আছি সেই পুরনো অধ্যায়ে সময় চলে গেছে, মানুষ বদলে গেছে, কেবল মনটাই মানতে চায় না তাই প্রতিটি রাত একেকটা যুদ্ধের মতো মনে হয় যেখানে শেষ হয় না কান্না, ফুরায় না স্মৃতি, কমে না অভিমান অথচ বলা যায় না কাউকে।