ভালোবাসার মানুষটা যখন চোখের সামনে অন্য কারো সঙ্গে হাসে, তখন পৃথিবীর সব শব্দ যেন থেমে যায় মন চায় চিৎকার করে বলি— “ওটা আমার ছিল” কিন্তু বাস্তবতা এতটা নিষ্ঠুর যে, কিছুই বলা যায় না শুধু নিজেকে চুপ করে রাখতে হয়, সব কষ্ট গিলে ফেলতে হয় মানুষ ভাবে আমি এগিয়ে গেছি, কিন্তু আমার মন এখনো পড়ে আছে সেই দিনের অপেক্ষায় যেদিন সে শেষবারের মতো পেছনে তাকিয়েছিল। ।